আমি গণমানুষের নেতা। জনগনই আমার সব। গণমানুষের সহযোগীতায় আমি সংসদ সদস্য হয়েছি। তাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই। সারা বিশ্বের মানুষ জানবে বরগুনা-১ আসনের সংসদ সদস্য একজন সৎ মানুষ। দুর্নীতির লেশ মাত্র আমাকে স্পর্শ করতে পারবে না।
আমতলী পৌরসভা কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা ও আমতলী পৌরসভার নবনির্বাচিত পৌর পরিষদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে একথা বলেছেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য, জননেতা গোলাম সরোয়ার টুকু।
তিনি আরো বলেন, বরগুনা জেলাকে স্মার্ট বরগুনা ঘোষণা করতে মেগা প্রজেক্টের আওতায় আনতে সকল ধরনের পদক্ষেপ নেয়া হবে। তিনি আরো বলেন, আমতলী উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক সময় বরগুনা জেলার নেতৃত্ব দিত; আমি মনে করি আবার সময় এসেছে, আবার সেখানে যেতে হবে। তিনি আরো বলেন, আমি আমতলীতে শান্তির সুবাতাশ চাই। আমি শান্তি নিয়ে এসেছি।
তিনি আরও বলেন, মতপথ ভিন্ন থাকতে পারে তবে সকলের মর্যাদা আছে। তাই সকল মানুষকে মর্যাদা দিতে হবে।
এ সময় আরো বলেন, আমতলী পৌরসভার একটি সুন্দর ভবন এবং জমি আছে। প্রাকৃতিক ভালো পরিবেশ আছে। ঠিক পৌরসভার চত্বরের মত পৌরসভার সকল ওয়ার্ডগুলোকে এভাবে সুন্দর করে সাজাতে হবে। তিনি আরো বলেন, আমতলী সরকারী কলেজ এবং উপজেলা পরিষদের সামনে ঘর তোলায় কলেজ এবং উপজেলা পরিষদের ভবনগুলো ঝুপরি ঘরের অড়ালে চলে গেছে। এগুলো অপসারণ করে আধুনিক শহর গড়ে তুলতে হবে। রাস্তাা ঘাট ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে হবে।
তিনি আরো বলেন, এখানে ১টি বাসস্টান্ড, ট্রাক স্টান্ড, কবরস্থান, শিশু পার্ক, স্টেডিয়াম প্রয়োজন এবং শ্বম্বানের সংস্কার করা প্রয়োজন। আমি এসকল কাজ বাস্তবায়ন করার জন্য মেয়রকে সকল ধরনের সহযোগিতা করবো বলে ওয়াদা করছি। তিনি আরো বলেন, আমি যদি এমপি হিসেবে ঘুষ না খাই তাহলে বরগুনায় আমার সংসদীয় আমতলী, তালতলী ও বরগুনায় ঘুষ খাওয়া অর্ধেক কমে যাবে। আমি নির্বাচনে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছিলাম। সে যুদ্ধ আমি চালিয়ে যাবো। এবং মাদক মুক্ত বরগুনা জেলা গড়ে তুলবো।