দীর্ঘ ঊনত্রিশ বছর ধারাবাহিকতায়, এবারও বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বর্ণিল উৎসবে মেতেছে ইতালির রাজধানী রোম প্রবাসী বাংলাদেশীরা। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে নববর্ষ ১৪৩১। রবিবার রোমে তুসকোলানা সমাজ কল্যাণ সমিতি ইতালির পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বর্ণ্যাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া পহেলা বৈশাখের বর্ষবরণে বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, বিশ্বের বুকে উজ্জীবিত হয় বাঙ্গালি জাতি। নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন রোম প্রবাসী বাংলাদেশীরা।
বাঙালির সার্বজনীন লোকউৎসব নববর্ষকে ইতালীতে তুলে ধরতে দ্বিতীয় প্রজন্ম কাজ করে যাবে, প্রত্যাশা আয়োজকদের। দেশ হতে দূর প্রবাসে থেকেও নতুন প্রজন্মের মাঝে বাংলার এই প্রাণের উৎসব হৃদয় ছুঁয়ে যায়।
আয়োজনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও ইতালিয়ান বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রবাসীদের প্রত্যাশা, বাংলা নববর্ষের তাৎপর্য এবং মঙ্গল শোভাযাত্রার ইতিহাস হবে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।