আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ১২:৫৬ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১৫, ২০২৪, ৭:১৩ পি.এম
মুকসুদপুর উপজেলাবাসীকে কাঁদিয়ে চির বিদায় নিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে কমলাপুর গ্রামে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন যাবত ক্যানসারে আক্রান্ত ছিলেন। হঠাৎই উপজেলাবাসীকে কাঁদিয়ে চির বিদায় নিলেন তিনি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন।
বিকেল সাড়ে ৫টায় মুকসুদপুর সদর ঈদগাহ মাঠে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়াকে গার্ড অব অর্ণার দিয়ে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। ৫ মিনিট পরেই একই মাঠে জানাযার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, উপজেলা আওয়ামী লীগ, মুকসুদপুর পৌরসভা, উপজেলা যুবলীগ সহ অন্যান্য অংগ সংগঠন।
জানাযা শেষে উপজেলা সদরের কমলাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha