আগামী ৮ই মে প্রথম ধাপে দেশের ১৫২ টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল)চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিকাল চারটার মধ্যে এ মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেন প্রার্থীগন।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ কাউছার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা, বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রচার সম্পাদক মোতালেব হোসেন মোল্যা, সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল হাসান, চরভদ্রাসন সদর ইউনিয়নের বাসিন্দা ও বিএনপির সমর্থক মোঃ ফারুক হোসেন মৃধা, গাজীরটেক ইউনিয়নের বাসিন্দা সৈয়দ নিজামউদ্দীন আহাম্মেদ ও মোঃ খবীরউদ্দীন।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাউছার হোসেন,সেক সোলায়মান,মোন্নাফ মোল্লা,শামীম রেজা,মোশারফ,মোঃ সামসুদ্দিন মোল্লা ও জান-এ আলম। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন সাবেক ভাইস চেয়ারম্যান তানজিলা আকতার,রওশন আরা পারভীন,হামেদা বেগম ও নাজমা বেগম।
উপজেলা নির্বাচন অফিসার কাজী হেকমত আলী জানায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যে সকল প্রার্থীগন মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মনোনয়ন আগামী ১৭ এপ্রিল জেলা নির্বাচন অফিসে যাচাই বাছাই হবে। এছাড়া আগামী ২২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার,২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ৮ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha