বর্ণাঢ্য আয়োজনে রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বর্ষ বরণ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ইলিশ ভোজের আয়োজন করে।
বর্ষবরণ উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো: এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, কালুখালী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অঞ্জলী রানী প্রামানিক, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর কালুখালী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। পরে পান্তা ইলিশ ভোজসভার মধ্য দিয়ে বাঙ্গালী সাংস্কৃতির প্রাচীন ঐতিহ্য রক্ষা করা হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha