আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৮:৪০ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ১৪, ২০২৪, ৪:১৩ পি.এম
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফরিদপুর এর উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠিত

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুর এর উদ্যোগে বাংলা ১৪২১ সালে স্বাগত জানিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ রবিবার পুলিশ লাইনের ড্রিল সেডে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিকা ফারহা রশিদ, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), ফরিদপুর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর; শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর, মো: সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha