আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৯:২৩ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ১২, ২০২৪, ৯:৩০ এ.এম
টাঙ্গাইলের সখীপুরে একসাথে ৬টি সন্তানের জন্ম দিলেন সুমনা আক্তার!

সখীপুরে একসাথে ৬সন্তানের জন্ম দিলেন সুমনা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী। সুমনা আক্তার সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা গ্রামের প্রবাসী ফরহাদ মিয়ার স্ত্রী।
বুধবার (১১এপ্রিল) প্রবাসী ফরহাদ মিয়ার মামা উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া জানান, আমার ভাগনের স্ত্রী সুমনা আক্তার (২৬) প্রায় ৫মাস যাবৎ অন্তঃসত্ত্বা। ঈদের দিন হঠাৎ আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে আমরা দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
পরবর্তীতে সুমনার অবস্থা অবনতি হলে, তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়। কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা শেষে সুমনার পেটে ৬টি বাচ্চা বিষয়টি নিশ্চিত করেন। সুমনার নরমাল ডেলিভারিতে ৪টি মেয়ে ও ২টি ছেলে সন্তান প্রসব করানো হয়। ফরহাদ মিয়ার স্ত্রীর গর্ভের ৬টি সন্তানের কেউ বেঁচে নেই।
জানা যায়, ফরহাদ মিয়া ও সুমনা আক্তারের আগে কোন সন্তানাদি ছিল না। বর্তমানে এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha