আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৫:৪২ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ১০, ২০২৪, ৩:৪৭ পি.এম
অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিয়েছে আলোর মশাল

নোয়াখালী হাতিয়া উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১০ এপ্রিল) উপজেলার সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আলোর মশালের সদস্যরা জানান, রাত পোহালেই ঈদ। কিন্তু অভাবের সংসারে অনেকেরই ঈদের আনন্দ উদ্যাপন করার সামর্থ্য নেই। তাই ঈদ সামগ্রী দিয়ে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আলোর মশাল। এবার ঈদ সামগ্রীতে সেমাই, চিনি, নুডলসসহ সাতটি আইটেম রয়েছে বলে জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম রাশেদ বলেন, 'সমাজ আজ দুষ্টচক্রে বন্দী। সর্বত্র চলছে অসহায়ের ওপর নির্যাতন-নিপীড়ন। সেখানে আলোর মশালের সদস্যদের মানবিক কর্মকাণ্ডে আমি অভিভূত হয়েছি।' আলোর মশালের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, 'তোমাদের সমাজ বিনির্মানের এই মিছিলে আমিও যুক্ত হয়েছি। আমৃত্যু আলোর মশালের সঙ্গে থাকবো।'
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আলোর মশালের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল মাসুম। বিশেষ অতিথি ছিলেন নিঝুম ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ রাসেল, সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েতউল্ল্যাহ, বাংলাদেশ টুডের হাতিয়া প্রতিনিধি ছায়েদ আহমেদ, সময়ের আলোর হাতিয়া প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, আলোর মশালের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, গিয়াসউদ্দিন সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন রাজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর মশালের সভাপতি সোহেল রানা।
আলোর মশালের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাজিব উদ্দিন, সহ সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক বাকের হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মেসকাত আল মামুন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha