কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতা নাইফ আহমেদ তুষার হত্যার ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান আলীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে । নাইফ আহমেদ তুষার হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ ।
৭এপ্রিল রবিবার রাতে ভেড়ামারা থানা পুলিশের অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ৪ আসামিকে ভেড়ামারা থানা পুলিশ গ্রেফতার করেছে। তারা হলেন- ১) জেম্স (২৩), ২) রিপন (২২), ৩) অমিত হাসান (২৫) ও ৪) ছাব্বির (২০)।
গত শনিবার ৬ এপ্রিল রাতে ভেড়ামারা থানায় তুষারের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম। তিনি জানান, মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। নিহত তুষারের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি আরও বলেন, হত্যাকান্ডে জড়িতরা কেউই রেহায় পাবে না। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শুক্রবার ৫ এপ্রিল রাত ৮টায় গোলাপনগর বাজারে হামলার শিকার হন মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ সম্পাদক নাইফ আহমেদ তুষার। রাত সাড়ে ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে।
ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) জাবেদ পারভেজ বলেন, মামলায় শাজাহান আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগ ছাড়াও মো. রাব্বি ওরফে অটো রাব্বিসহ নামধারী ২২ জন এবং অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় বলেন, কয়েক বছর আগে এই আসামীরা ছাত্রনেতা সেবুলকে কুপিয়ে জখম করে পঙ্গু বানিয়ে দেয়। সেই মামলার সাক্ষী ছিলেন ছাত্রনেতা নাইফ আহমেদ তুষার। এই ক্ষোভ থেকেই হত্যা। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha