আজকের তারিখ : অগাস্ট ৩, ২০২৫, ৫:১৭ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ৭, ২০২৪, ২:১৩ পি.এম
ফরিদপুরে যৌনকর্মীকে পিটিয়ে হত্যার মূল আসামি আজিম গ্রেফতার

ফরিদপুরে যৌনকর্মী বৃষ্টি বেগম (৩৫) কে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি মো. আজিম (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর শনিবার দুপুরে আজিম আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এর আগে গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে শহরের আলীপুর পাকিস্তান পাড়া মহল্লার একটি বাড়ি থেকে আজিমকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজিমকে গ্রেপ্তার করা হয়। পরে আজিম দুপুর ২টার দিকে ফরিদপুরের ৩ নম্বর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট রাইসা সরকারের কাছে ১৬৪ ধারায় এ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha