আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৫:৫৫ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ৫, ২০২৪, ৯:৩২ পি.এম
পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা

পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল রাতে যশোরের মনিরামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো, মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের সন্তোষ কুশারীর ছেলে পলাশ কুশারী (৪৩) ও দুর্গাপুর গ্রামের সামছুল মোড়লের ছেলে বুলবুল আহমেদ (৪৬)।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, সম্প্রতি শ্যামল দাস নামে এক ব্যক্তি মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন তার ছেলে সৌরভ দাস গত ৮ ফেব্রুয়ারি পুলিশ কনষ্টেবল পদে যশোর জেলায় প্রার্থী ছিল। তাকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ লক্ষ টাকা চুক্তি করে ব্ল্যাংক চেক ও ষ্ট্যাম্প গ্রহণ করে পলাশ কুশারী ও বুলবুল আহমেদ। কিন্তু তারা চাকরি দিতে ব্যর্থ হলে প্রতারণার বিষয়টি সামনে আসে। এরপর ডিবি পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে মণিরামপুরে অভিযান চালিয়ে পলাশ কুশারী ও বুলবুল আহমেদকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চাকরি প্রত্যাশীদের স্বাক্ষরিত ৩১০টি খালি (ব্লাঙ্ক) নন জুডিশিয়াল ষ্ট্যাম্প, ১০০টি ব্যাংক চেক ও ১৪৭টি প্রবেশপত্র উদ্ধার করা হয়। যার মধ্যে যশোর জেলায় পুলিশের কনষ্টেবল নিয়োগের ১৭টি প্রবেশ পত্র রয়েছে।
এসআই মফিজুল ইসলাম আরো জানান, আটককৃতদের সংঘবদ্ধ একটি চক্র রয়েছে। তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে চেক ও স্ট্যাম্প নিয়ে নিতো। এরপর মেধার জোরে কেউ চাকরি পেলে তার কাছ থেকে চুক্তিকৃত টাকা হাতিয়ে নিতো। গ্রেফতারকৃতদের মণিরামপুর থানায় দায়ের করা প্রতারণার মামলায় আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha