আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৫:১৪ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ৫, ২০২৪, ২:২৬ পি.এম
আগুনে কেড়ে নিলো গরীবের স্বপ্ন
ফরিদপুরের সদরপুর উপজেলার মটুকচর গ্রামে আগুনে কেড়ে নিয়েছে গরীবের স্বপ্ন।
গত ৪ জানুয়ারী বৃহস্পতিবার রাত পৌনে ১১ টায় মটুকচর গ্রামের অসহায় দিন মজুর মৃত মঙ্গল ফকিরের পুত্র রহিম ফকিরের বসতবাড়ির গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি ষাড় গরু, দুইটি খাসী, সম্পুর্ন পুড়ে গেছে। এবং আরেকটি ষাড় গরু আগুনে পুড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
দরিদ্র রহিম ফকির বহু কষ্টে ২ টি গরু ও ২ টি খাসী কিনে কষ্ট করে পালন করছিলেন আসন্ন কোরবানিতে বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু, ভয়াবহ অগ্নি কান্ড কেরে নিয়েছে তার স্বপ্ন। রহিম ফকিরের পারিবারিক সুত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে গোয়ালর ঘরের পশ্চিম পাশের ঘরে ঘুমিয়ে থাকা লোকজন হটাৎ আগুনের হিট পেয়ে ঘুম ভেঙ্গে যায়।
দেখতে পান গোয়াল ঘরের আগুনের লেলিহান শিখা বসত ঘরে ছড়িয়ে পড়েছে। তখন বাড়ির লোকজন চিৎকার করলে গ্রামবাসি এগিয়ে এসে স্থানীয় ফায়ার সার্ভিসে সংবাদ দেন।
ফায়ার সার্ভিস আসার আগেই গ্রামবাসী ও বাড়ির লোকজন মিলে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে গোয়াল ঘরে থাকা গরু, খাসী এবং পার্শ্ববর্তী ঘরের লেপ তোষক, এবং বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। তাতে মোট ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষাধিক টাকা। কি কারনে অগ্নিকান্ডের সুত্রপাত সেটা এখনো জানা যায়নি।
তবে রহিম ফকিরের ভাতিজা নাসির বলেন, আমি এদের ডাক চিৎকার শুনে দৌড়ে এসে দেখি আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা বহু কষ্টে আগুন নিয়ন্ত্রনে আনি। নাসির বেপারী আরো বলেন, উপস্থিত আমরা এবং ফায়ার সার্ভিসের লোকজন ধারনা করছেন বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নি কান্ডের সুত্রপাত হতে পারে। এব্যাপারে অসহায় নিঃস রহিম ফকির স্থানীয় বিত্তবান এবং সরকারের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha