ফরিদপুরের চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব সোমবার বিকেলে এলাকা ঘুরে ঘুরে দুস্থ্যদের মাঝে ইফতার সামগ্রী বিরিয়ানীর প্যাকেট বিতরন করেছেন।
উপজেলা সদর বাজার ব্রীজ সংলগ্ন চার রাস্তার মোড়ের দুস্থ্য পথচারীদের মাঝে, পদ্মা পারে মাথাভাঙ্গা গ্রামের আশ্রয়ন প্রকল্পের বসতিদের মাঝে, বালিয়া ডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ সড়কে বসবাসরত ছিন্নমূল পরিবারের মাঝে ও পথচারী রোজাদার দিন মজুরের মাঝে ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিরিয়ানীর প্যাকেট বিতরন করেন তিনি।
জানা যায়, ওই দিন বিকেলে প্রতিজন দুস্থকে এক প্যাকেট বিরিয়ানী ও একটি করে বোতলজাত পানি বিতরন করেন ওসি। প্রায় এক ঘন্টাকাল এলাকা ঘুরে ১৫০ জন অসহায় দুস্থ্যর মাঝে মোট ১৫০ প্যাকেট বিরিয়ানী ও ১৫০টি বোতলজাত পানি বিতরন করেন।
এ সময় চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক ওয়াসিস তার সাথে ছিলেন। এসব বিরিয়ানীর প্যাকেট বিতরনকালে অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব দুস্থ্যদের উদ্দেশ্যে বলেন, "সামান্য বিরিয়ানীর প্যাকেট বিতরন করে চরভদ্রাসন থানা পুলিশ অসহায় ও দিন মজুরদের রোজাদারদের পাশে দাড়িয়েছে। তিনি এলাকায় সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সম্পর্কে পুলিশকে তথ্য দিতে সকলকে আহবান জানান"।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।