ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে গনহত্যা দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৫ মার্চ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীর বিথী, থানা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল ওহাব ও মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
ঐদিন উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহন করে এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করে উপজেলার কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে সকাল সারে এগারো টার দিকে গনহত্যার উপর দুর্লভ প্রামান্যচিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাদ যোহর দোয়া মোনাজাতের পাশাপাশি রাত দশটায় সারা দেশের ন্যায় প্রতীকি বø্যাক-আউট ১ মিনিটের জন্য জরুরী স্থাপনা ব্যাতিত পালন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।