আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৯:০৬ পি.এম || প্রকাশকাল : মার্চ ২০, ২০২৪, ১০:০৭ পি.এম
যশোরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর শহরে অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার দুপুর থেকে বেলা তিনটা পর্যন্ত যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বর, জেল রোড, চৌরাস্তা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মেসার্স রাবেয়া স্টোরকে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করায় ৪ হাজার টাকা, মদিনা ফল ঘরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া তরমুজের বাজার পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ীরা যেন বেশি মুনাফার আশায় অধিক দামে তরমুজ বিক্রি না করে সে ব্যাপারে সতর্ক করা হয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে পিস হিসাবে বিক্রয় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে প্রদর্শন না করা ও পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (৩৭) ও (৩৮) ধারায় জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha