সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণ করতে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় চলছে নানা আয়োজন ব্যাপক প্রস্তুতি। ১৯ শে মার্চ সকাল ১০টার সময় এ বিষয়ে বুড়িরচর ইউনিয়ন পরিষদ সভাপক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা সহকারি পুলিশ সুপার, হাতিয়া থানা সার্কেল মোঃ আমানুল্লাহ, হাতিয়া থানা ওসি মোঃ জিসান আহমেদ, বুড়িরচর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
আগামী বুধবার (২০ মার্চ) নোয়াখালীর হাতিয়ায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফর করবেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। এ আগমনকে ঘিরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি চলছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও বুড়িচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কালিরচর হেলিকপ্টার মাঠ তৈরি করা হয়েছে ঐ মাঠে সুইডেনের রাজকন্যা হেলিকাপ্টার যোগে অবতরণ করার কথা রয়েছে ।
জানা গেছে , ১৮ থেকে ২১ মার্চ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফর করবেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। তার এ সফরের অংশ হিসেবে ২০ মার্চ চট্রগ্রাম থেকে হেলিকপ্টারযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলা সফরের কথা রয়েছে।
এ সময় তিনি বুড়িরচর ইউনিয়নের কালিরচর নতুন সুইচ বাজার পরিদর্শন করবেন এবং গুচ্ছ গ্রামের জেলে পরিবারের সঙ্গে কথা বলবেন। এছাড়া নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করবেন তিনি। তারপর হেলিকপ্টারের মাধ্যমে ভাসানচর যাবেন এবং ভাসানচর ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করার কথা রয়েছে।
হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উক্ত আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন, সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া আমাদের হাতিয়া আসবে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে বরণ করার প্রস্তুতি চলছে।
নোয়াখালী জেলা সহকারি পুলিশ সুপার, হাতিয়া থানা সার্কেল আমানুল্লাহ বলেন পুলিশের পাশাপাশি, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha