আজকের তারিখ : এপ্রিল ১০, ২০২৫, ৯:০৪ পি.এম || প্রকাশকাল : মার্চ ১৮, ২০২৪, ৩:৩১ পি.এম
গোয়ালন্দে ১ ভুয়া পুলিশ গ্রেফতার ৫ জন পলাতক

রাজবাড়ীর গোয়ালন্দে ১ ভুয়া পুলিশ গ্রেফতার করেছে থানা পুলিশ। ৫ জন পলাতক রয়েছে। ১৭ মার্চ রবিবার রাত সোয়া ১ টার সময় দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে সুমন খোন্দকার (২১) নামের এক যুবকে গ্রেফতার করে।
সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বার পাড়া গ্রামের সেকেন খোন্দকারে ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ঢাকা- খুলনা মহাসড়কে জিরো পয়েন্টে কতিপয় সংঘবদ্ধ ব্যাক্তিরা পুলিশ পরিচয় দিয়ে যানবাহন তল্লাশী ও পথচারীদের দেহতল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করছে।
গোপন সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে ভুয়া পুলিশের সংঘবদ্ধ দলটি পালানোর চেষ্টা কালে সুমন খোন্দকার কে গ্রেফতার করা হয়। বাকি ৫ জন পলাতক রয়েছে।
কর্মচারি না হয়ে সরকারি পরিচয় দেওয়ার অপরাধে পেনাল কোড আইন ১৭০/ ৩৪ ধারা অপরাধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha