আজকের তারিখ : জানুয়ারী ১৪, ২০২৫, ৭:৩২ পি.এম || প্রকাশকাল : মার্চ ১৩, ২০২৪, ৪:১৮ পি.এম
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মো: কামরুল ইসলাম’কে গ্রেফতার করেছে র্যাব-১০
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় । গতকাল মঙ্গলবার তারিখ আনুমানিক দুপুর ০৩:০০ টায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন পরানপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার মামলা নং-০৯, তারিখ- ১৫/১০/২০০৯ইং, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ); মাদক মামলায় যাবজ্জীবন কারান্ডে দন্ডিত দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামী মো: কামরুল ইসলাম (৩৯), পিতা- মো: কুদ্দুস আলী বিশ্বাস ওরফে দুদো, সাং-কাগমারী, থানা- বেনাপোল, জেলা- যশোর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী একজন আন্ত:জেলা মাদক কারবারি। সে দেশের সীমান্তবর্তী জেলা যশোর এর বিভিন্ন বর্ডার এলাকা থেকে চোরাই পথে মাদকদ্রব্য এনে যশোর, ফরিদপুর, রাজবাড়ী সহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করতো। সে বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদকদ্রব্য সহ হাতেনাতে ধরা পড়ে।
গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha