আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশকাল : মার্চ ১০, ২০২৪, ৯:২৭ পি.এম
যশোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি

"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসক যশোরের কার্যালয় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন যশোরের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এর নেতৃত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বকুলতলা প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বর এসে শেষ হয়।
স্থানীয় সরকার উপ- পরিচালক মোঃ রফিকুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোর এর উপ- পরিচালক দেওয়ান সোহেল রানা, যশোর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা রাজিবুল ইসলামসহ রাষ্ট্রীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশে বিদ্যমান দুর্যোগ মোকাবেলা এবং ঝুঁকি কমাতে প্রস্তুতিমূলক কাজে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই দিবস উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha