আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৮:২৩ পি.এম || প্রকাশকাল : মার্চ ১০, ২০২৪, ৯:১৩ পি.এম
ভুটানের রাষ্ট্রদূতের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবস্থিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, উপজেলা প্রশাসন সহ ব্যবসায়ী ও কাস্টমস অফিসারগণের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এইচ ই মিস্টার রিনচেন কুয়েনসিল। এ সময় তার সঙ্গে ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সচিব শেখ ইউসুফ সহ সফরসঙ্গীগণ।
১০ মার্চ (রবিবার) বিকাল ৪ টার দিকে ভুটানের রাষ্ট্রদূত স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে স্থলবন্দর পরিদর্শন করেন।
বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ীরা ভুটান থেকে পণ্য আমদানির পাশাপাশি পণ্য রপ্তানির ইচ্ছা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খেকন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম , ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল, আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রাজস্ব কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা ওয়াসিক বিল্লাহ, মোহাম্মদ ফেরদৌস আলম, সহকারী পরিচালক (ট্রাফিক) মোঃ আতিকুল ইসলাম, স্থলবন্দরের ব্যবসায়ীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha