আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ৩:১০ এ.এম || প্রকাশকাল : মার্চ ৯, ২০২৪, ৮:২৪ পি.এম
ফরিদপুরে জেলা প্রশাসন গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শনিবার সন্ধ্যা সাতটায় জেলা শেখ জামাল স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়। নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টের প্রথম খেলায় চরভদ্রাসন উপজেলা ২-০ সেটে ১৫-০৯ ১৫-০৫ পয়েন্টে মধুখালী উপজেলা কে পরাজিত করে। আগামীকাল প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির এর সভাপতি তে টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রওশন ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওআইসিটি অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ লিটন আলী, জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, ফরিদপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি নজরুল ইসলাম এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha