"কর্তব্যের তরে করে গেল যারা আত্মবলিদান, প্রতিক্ষণে স্বরণ করিব তোমাদের অবদান" এই প্রতিপাদ্য কে সামনে রেখে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে গোপালগঞ্জে "পুলিশ মেমোরিয়াল ডে"-২০২৪ পালিত হয়েছে।
এই দিনটিকে কেন্দ্র করে শনিবার (৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার আল-বেলী অফিফা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় দুজন নিহত পুলিশ সদস্যের স্ত্রী শামীমা রহমান ও নাসরিন খানম স্বামীর চাকুরী কালীন সময়ের অনুভূতি ব্যক্ত করে স্মৃতিচারণ করেন।
এছাড়াও ওই দুই নারী আলোচক নিহত পুলিশ পরিবারের সদস্যদের পক্ষে পুলিশ সুপারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফর কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম ও গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান দিনটি উপলক্ষে বিশেষ দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।
আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) সফিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সাথে পুলিশ সুপার কুশল বিনিময় করার পাশাপাশি ৬৬ জন নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মনির হোসেন (ডিআইও-১ বিশেষ শাখা), কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ আলম। এছাড়াও গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার, পুলিশ সদস্য ও গোপালগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha