আজকের তারিখ : এপ্রিল ২, ২০২৫, ১:২৩ এ.এম || প্রকাশকাল : মার্চ ৭, ২০২৪, ৩:১২ পি.এম
মধুখালীতে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ফরিদপুরের মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হত দরিদ্র কৃষকের শেষ সম্বল তিনটি গরু, নয়টি ছাগল সহ গোয়ালঘর পুড়ে ভূষীভূত হয়ে গেছে। বৃহস্পতিবার (৭ই মার্চ) ভোর সাড়ে ৬ টায় উপজেলার কোড়কদী ইউনিয়নের খোদাবাশপুর গ্রামের নিজাম শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম শেখ একজন দরিদ্র কৃষক। তিলে তিলে গড়ে তোলা তিনটি গরু নয়টি ছাগল দিয়ে তৈরি করেছে একটি ছোট্ট খামার। যা ছিল তার শেষ সম্বল। বৃহস্পতিবার ভোরে নিজামের স্ত্রী ফজরের নামাজ পড়ে উঠে দেখে দাউ দাউ করে জ্বলছে গোয়াল ঘরে আগুন। এতে ক্ষতিগ্রস্ত পরিবার সহ প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে মারা যায় তিনটি গরু নয়টি ছাগল। এ ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারটি।
ধারণা করা হচ্ছে, গোয়াল ঘরে রাখা মশার কয়েলের আগুন থেকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয় বাসিন্দারা ও জনপ্রতিনিধিরা সরকারের সাহায্য কামনা করে। যাতে পরিবারটি ক্ষতি পুষিয়ে উঠতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha