আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১:৫৬ এ.এম || প্রকাশকাল : মার্চ ৪, ২০২৪, ৩:৩৩ পি.এম
ফরিদপুরের দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরে জাতীয় দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে শহরের এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
দৈনিক রূপান্তরের জেলা প্রতিনিধি সুজাউজজামান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়াসিন কবির।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কোতোয়ালি থানার টি আই তুহিন লস্কর, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক পান্না বালা, একুশে টিভি ফরিদপুর জেলা প্রতিনিধি জাহিদ রিপন, এনজিও সংস্থা এফ ডি এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল ইসলাম ।
সভায় বক্তারা বলেন দৈনিক দেশ রূপান্তর তাদের বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী দিনে দেশ রূপান্তর পত্রিকাটি সর্বশ্রেণী পাঠকের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে কেক কাটা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha