আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ৬:৩৩ এ.এম || প্রকাশকাল : মার্চ ৪, ২০২৪, ১২:১৩ পি.এম
গাজীপুর আঞ্চলিক সড়কে ডাকাতের হামলায় দুই পুলিশ আহত

গাজীপুরে শ্রীপুরে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল টহলরত পুলিশ সদস্যের ওপর হামলা চালায়।ডাকাতদের হামলায় মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ সেলিম মিয়া দুই পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের ধাওয়ায় চলন্ত গাড়ির নিচে পড়ে রুবেল নামের এক ডাকাত দলের সদস্য আহত হয়েছে ।
সোমবার ৪ই মার্চ সকালে বিষয়টি নিশ্চিন্ত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মোঃ সাখাওয়াত হোসেন। আহত দুই পুলিশ সদস্য শ্রীপুর থানার কনস্টবল হিসাবে কর্মরত। আরেক দিকে আহত ডাকাত দলের সদস্য রুবেল শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তিনি একজন ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ডিউটি চলাকালে পুলিশের উপর ডাকাত দলের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই।
সেখান থেকে আহত অবস্থায় দুই পুলিশ সদস্য ও আহত ডাকাত দলের এক সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়া দিন।
তিনি আরো বলেন রোববার রাত দুটার দিকে পুলিশের টহলরত টিম জানতে পারে , মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদীঘি হাসিখালি ব্রিজে গাছ ফেলে ডাকাতি করছে।
তাৎক্ষণিক এএসআই আলিমের নেতৃত্বে চার পুলিশ সদস্য ঘটনাস্থলে গেলে ডাকাত দলের সদস্যরা তাদের অপর রামদা দিয়ে এলোপাথারি কোপায়। এতে পুলিশ কনস্টেবল রুহুল আমিন ও সেলিম গুরুতর আহত হন। সে সময় পুলিশের অন্যান্য সদস্যরা দাওয়া দিলে রুবেল নামের ডাকাত দলের সদস্য চলন্ত গাড়ির নিচে পড়ে আহত হন। পালিয়ে যান অন্যান্য ডাকাতদলের সদস্যরা আহত ডাকাতৃ দলের সদস্যকে আটক করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারাহ বিনতে ফারুক বলেন, আহত দুই পুলিশ সদস্যর ওপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha