আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:০৪ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৯, ২০২৪, ৬:৫৩ পি.এম
মুকসুদপুরে রাতের আঁধারে জমি দখল করে ঘর তৈরির অভিযোগে গ্রেপ্তার ১

গোপালগঞ্জের মুকসুদপুরে আদালতের নিশেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখল করে ঘর তৈরির অভিযোগ উঠেছে। ঐ যায়গায় ১৪৫ ধারা জারি করা থাকায় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ। ২৮ ফেব্রুয়ারী বুধবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পাথরাইল এলাকার কালিদারপাড় বাজারে এই ঘটনা ঘটে। এর আগে হুমায়ুন কবির বাদী হয়ে শাজাহান মুন্সীকে প্রধান আসামী করে মোট ৮ জনের নামে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করে।
তনু মুন্সী জানায়, আমরা ও আমার চাচাতো ভাই শাজাহান মুন্সীরা একই বাড়িতে পাশাপাশি বসবাস করে। বাড়ির পাশের কালিদারপাড় বাজারের বিআরএস ২১৩, ১০৪ এবং ১৯৯ খতিয়ানারের ৪২৮ নং দাগের ১১ শতক জমি রয়েছে আমাদের। এবং একই দাগে বিবাদীরও যায়গা রয়েছে। কিন্তু তারা আমাদের জমি জবর দখল করে আছে। এনিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিশ দরবার হলেও তারা কোন আপোষে আসেনা। পরে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরে আদালত ওই যায়গায় ১৪৫ ধারা জারি করে। কিন্তু তারা আদালতের রায় অমান্য করে রাতের আধারে দোকান ঘর তোলার চেষ্টা করে। পরে ৯৯৯ কল দিলে পুলিশ এসে ১জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা শান্তির পক্ষে। আদালতে মামলা রয়েছে, আদালত যে রায় দিবে আমরা সেই রায় মেনে নিবো।
কালিদারপাড় বাজারের নাইটগার্ড হান্নু শেখ জানান, রাতে আমি বাজারের দোকান পাহারা দেই। এদিন রাত ১২টার পরে মামুন মুন্সীরা অনেক লোকজন নিয়ে এসে এই যায়গায় ঘর তোলার চেষ্টা করে। পরে পুলিশ এসে ১জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
মামলার বিবাদী মামুন মুন্সী জানান, এখানে আমাদেরও জমি আছে তাই আমরা দোকান ঘর তুলতে ছিলাম। কিন্তু রাতের আধারে কেন দোকান ঘর তুলেছেন এই প্রশ্নের জবাবে তিনি ভালো কোন উত্তর দিতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha