প্রতিবেশির রোশানলে পরে গৃহবন্ধি জীবন যাপন করছে রাজবাড়ীর কালুখালী উপজেলার এক গৃহস্থ পরিবার। ফলে পরিবারটির সাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। দুই কিশোরী মেয়ের বন্ধ হয়ে গেছে স্কুলে যাওয়া। এ ঘটনাটি ঘটেছে কালুখালীর কালিকাপুর ইউনিয়নের সাতোটা গ্রামে। ভুক্তভোগী পরিবার প্রধানের নাম আমজাদ হোসেন। সে সাতোটা গ্রামের করিম মন্ডলের ছেলে।
আমজাদ হোসেন জানান, আমি ৩০ বছর ধরে সাতোটা গ্রামে বসবাস করছি। ইতোমধ্যে আমার বাড়ীটিতে দ্বিতল ভবন গড়ে তুলেছি। বাড়ীর প্রবেশ পথ একটি। গত ২৩ ফেব্রুয়ারী দুপুরে প্রতিবেশি আকিদুল, রেজাউল ও মন্টু আমার বাড়ীর প্রবেশ পথে বাঁশ ও টিন দিয়ে ২ ধাপ বেড়া দিয়ে আমার বাড়ীর প্রবেশ পথ বন্ধ করে দেয়। এতে আমি বাড়ী থেকে বের হতে পারছি না। বাড়ীর সামনে মসজিদ থাকলেও নামাজ পরতে পারছি না। দুই মেয়ে স্কুলে যেতে পারে না। আমার ভাই এ ব্যাপারে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
আমজাদের কিশোরী মেয়ে আনিশা ও সাফিয়া জানায়, বাড়ীর প্রবেশ পথ বন্ধ করায় আমরা স্কুলে যেতে পারছি না। পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। তারা তাদের চলার পথ খুলে দেওয়া জন্য কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের সদয় দৃষ্টি আকর্ষন করেছেন।
প্রতিবেশি আকিদুল জানায়, বাড়ীর প্রবেশ পথ আমাদের নামে রেকর্ড হয়েছে। তাই বন্ধ করেছি। ওদের নামে কোন রেকর্ড নেই। তবে পরচায় আমজাদ ও রাজ্জাকের নাম দেখালে আকিদুল বলেন, ওরা পরে ঠিক করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha