আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৫, ২০২৪, ১০:৪৪ এ.এম
মাগুরায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ায় চারজন গ্রেফতার

মাগুরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার কারণে চারজনকে আটক করেছে মাগুরা জেলা পুলিশ। আটকৃত চারজন ধুরন্ত ব্যক্তি মাগুরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী পদে চাকুরীর প্রার্থী হিসেবে, গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার ছয় লাখ টাকার বিনিময়ে ভাড়াটিয়া ব্যক্তিদের দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ার চেষ্টা চালায়, লিখিত পরীক্ষায় পাস করার পর রবিবার বিকালে মৌখিক পরীক্ষা দিতে এসে আসল চাকুরী প্রার্থীরা ধরা পড়ে।
পরে সিভিল সার্জন কর্তৃপক্ষ চার প্রার্থীকে পুলিশের হেফাজতে দেন।
আটকৃত হলেন (১) মো: মনিরুজ্জামান (২৭) পিতা- মো:নুরুজ্জামান, গ্রাম- লক্ষ্মীপুর, উপজেলা-মহাম্মদপুর, (২) শরিফুল ইসলাম (২০), পিতা- আলাউদ্দিন মোল্লা, মন্ডলগাতী, মহাম্মদপুর, (৩) সজীব হোসাইন (২১), পিতা-জামাল মুন্সী, নাগরা, মহাম্মদপুর, (৪)মিরাজ হোসেন (২০) পিতা-ওহাব আলী, গ্রাম- আমুড়িয়া, মাগুরা সদর মাগুরা।
এ বিষয়ে মাগুরা সদর থানার এস. আই আজম জানান, আমরা সংবাদ পেয়ে সিভিল সার্জন অফিস থেকে চারজন পরীক্ষার্থীকে আটক করেছি, চারজন পরীক্ষার্থীকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha