আজকের তারিখ : মে ১২, ২০২৫, ১১:১৮ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৪, ২০২৪, ৮:১৮ পি.এম
নরসিংদীতে এনা পরিবহন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

আজ (২৪ ফেব্রুয়ারী) নরসিংদীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার ভোর চারটার দিকে জেলার পলাশ উপজেলার ভাগদী কদমতলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দুর্ঘটনাকবলিত এনা পরিবহন বাসের চালক ইদ্রিস আলীর বাড়ি কিশোরগঞ্জে। এই দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালকও মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার এবং আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই নাইবুল ইসলাম জানান, এনা পরিবহনের বাসটি রাতে সিলেট থেকে ঢাকায় আসছিল। ওই এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha