চোরাই গাড়ি উদ্ধারের সাফল্যের পর এবার অজয় নদের বালি লুট রুখতে তৎপর পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা। শুক্রবার গভীর রাতে উত্তর- পূর্ব মঙ্গলকোট এলাকায় সড়ক পথে কড়া নজরদারি চলাকালীন বালি ভর্তি ৭টি গাড়ি আটক করে মঙ্গলকোট পুলিশ। মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ জানিয়েছেন, 'এইসব গাড়িগুলির বালি নিয়ে যাওয়ার কোন অনুমতি ছিল না।
মঙ্গলকোট থানা সূত্রে জানা গেছে, দুটি ফৌজদারি মামলা রুজু করা হয়েছে। কোয়ারপুর এলাকা থেকে গাড়িগুলি আটক করে থানায় কম্পাউন্ডে রাখা হয়েছে। মঙ্গলকোটের প্রায় কুড়ি কিমি দীর্ঘ অজয় নদের মধ্যে রয়েছে অনেকগুলি বালিঘাট। কোন ঘাটের লিজ শেষ হয়েছে বা কোন ঘাটে কত পরিমাণ বালি উত্তোলন করার অনুমতি আছে এসবের বিস্তারিত তথ্য থাকে ভূমি সংস্কার দপ্তরের কাছে।
প্রয়োজনে সমস্ত তথ্য পুলিশকে জানালে সড়ক পথে অভিযান চালাতে সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল সূত্র। অজয় নদে এপারে যেমন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট রয়েছে, ঠিক তেমনি অজয় নদের ওপারে রয়েছে বীরভূম জেলার নানুর। অজয় নদের জলের ধারা বছরের বেশিরভাগ সময় কম থাকায় নানুর এলাকার বালি লুটেরারা মঙ্গলকোট সীমানায় বালি চুরি করে। এরফলে মঙ্গলকোট এলাকায় অশান্তির ঘটনা ঘটে থাকে। তবে মঙ্গলকোট পুলিশ সোর্স মারফত খবর পেলে অত্যন্ত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলকোট থানার নবাগত আইসি পদে যিনি এসেছেন তিনি অপরাধ দমনে অত্যন্ত তৎপর। কিছুদিন আগে আউশগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া একটি গাড়ি কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার করে মঙ্গলকোট পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, 'ভুমি সংস্কার দপ্তর বালিঘাট নিয়ে সম্পূর্ণ তথ্য ( লিজ, পরিমাণ ইত্যাদি) যথাসময়ে পুলিশ কে দিলে বালি লুটের প্রকোপ অনেকটাই কমে আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha