রাজশাহীর বাঘায় শনিবার (১৭-০২-২০২৪) ভুট্রা ক্ষেতে পাওয়া গেছে ৬০ বছর বয়সের বৃদ্ধা মালেকা খাতুনের মরদেহ। তার বাড়ি বাউসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেনুপুর গ্রামে। আগের দিন শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন অনেক খোজা খুজির পরও স্বজনরা তাকে না পেয়ে থানায় অবগত করেন।
শনিবার দুপুরে ওই ইউনিয়নের বাউসা পূর্বপাড়া আব্দুল জলিলের ভুট্টা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বাড়ি থেকে ৫০০ মিটার দক্ষিনে ভ’ট্রা ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায়, মুখে কাটা দাগ, বাম কান ছিঁড়া ও মাথায় আঘাতের চিহৃ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে হত্যার সন্দেহপুলিশ ও স্থানীয়দের।
জানা যায়, বিবাহ বিচ্ছেদে৩০/৩৫ বছর আগে স্বামী পরিত্যক্তা হন মালেকা খাতুন। সেমৃত নাদের প্রামানিক মেয়ে।
নিহতের ভাইপুত (ভাইয়ের ছেলে) আব্দুল জলিল জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে বিকালে ফিরে আসে। এদিন সন্ধার পরে আবার বের হন। পরে আর ফিরে আসেনি। তার গলায় সোনার চেইন, ও কানে দুল ছিল। তার দাবি, কেউ হয়ত সোনার অলঙ্কার নেওয়ার জন্য তাকে মেরে ফেলেছে। এঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি জানান, আড়ানী বেড়েরবাড়ি আশ্রয়ন প্রকল্পে স্বাধীন নামের একজনের নামে বরাদ্দ ঘরে থাকতেন। তার সংসার চলতো ভিক্ষার টাকায়।
ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তদন্ত করে মৃত্যুর প্রকৃত রহস্য বের করবে এটা আমার দাবি।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা জানান, খবর পেয়ে শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ somoyerprotyasha@gmail.com
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha