আজকের তারিখ : অগাস্ট ১০, ২০২৫, ২:৩৮ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ৭:৪৩ পি.এম
বাংলা একাডেমীর পদকে ভূষিত হওয়ায় ইমাম আল হক’কে সংবর্ধনা

ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে পাখি কাব্যের কবি বাংলা একাডেমীর পদকে ভূষিত ইমাম আল হক এর সম্বর্ধনা প্রদান শনিবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুরের প্রাক্তন জেলা প্রশাসক ও বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি জালাল আহমেদ, ফরিদপুর উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ রায় কর্মকার, আলোকচিত্রী ফরিদী নোমান, মুক্তা খান, ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান সাবুল,
অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল করিম।
স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন।
এসময় অনুষ্ঠানে আগত অতিথীদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
এরপর যন্ত্রসঙ্গীতের এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের নোলক কবিতা পাঠ করেন অধ্যাপক কাজী সোহরাব হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha