আজকের তারিখ : জুলাই ৩, ২০২৫, ৬:৪১ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ১০:৪৫ পি.এম
ভূরুঙ্গামারীতে তিন চাকার ভটভটির ধাক্কায় বৃদ্ধসহ নিহত দুই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় বৃদ্ধসহ ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাইকেরছড়া ইউনিয়নের কোম্পানি মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত নাদু তেলির পুত্র আলহাজ আইজুদ্দিন (৮০) ও অপরজন হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে রুবেল মিয়া (১৭)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) বিকেল পৌনে চারটার দিকে আইজুদ্দিন নামের ওই বয়স্ক ব্যক্তি বাড়ি থেকে বেড়িয়ে পাকা রাস্তা পার হওয়ার সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি তিন চাক্কার ভটভটির ধাক্কায় মারাত্মক ভাবে আহত হন।
এ ঘটনায় ভটভটি চালকের হেলপারের দুইপা থেতলে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরী বিভাগর কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন। পৃথক পৃথক এ্যাম্বুলেন্সে রংপুর যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন 'দৈনিক সময়ের প্রত্যাশা'র প্রতিনিধিকে জানান এ বিষয়ে কেউ জানায়নি। খোঁজ খবর নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha