আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ১২:২২ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৩:২৩ পি.এম
উপজেলা নির্বাচনে সবার কাছে দোয়া প্রত্যাশী হুরেন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে সকলের কাছে দোয়া প্রত্যাশী সাঁওতাল গবেষক ও সাঁওতাল সম্প্রদায়ের তরুন নেতৃত্ব হুরেন মুর্মু। তিনি ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদন্দীতার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। উপজেলার তালাইরামনগর (কুন্দলিয়া) গ্রামের প্রয়াত বয়লা মুর্মুর পুত্র তিনি। তার পিতা বয়লা মুর্মু ছিলেন গ্রাম প্রধান। হুরেন মুর্মু নিজেও গ্রাম প্রধান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
হুরেন দীর্ঘ প্রায় ১১ বছর বিভিন্ন বে-সরকারী সংস্থায় চাকরি করেছেন। কিন্ত্ত এলাকার মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছা নিয়ে স্বেচ্ছায় চাকরি ছেড়ে এসে এলাকায় তিনি কৃষিকাজে মনোনিবেশ করেছেন। স্থানীয় রাজনীতিতে সাঁওতাল ও সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষ মহল সবুজ সঙ্কেত দিয়ে হুরেণকে মাঠে নামার নির্দেশনা দিয়েছেন বলেও শোনা যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে. হুরেন মুর্মু ছাত্র জীবনেই বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। সাঁওতাল গবেষক হুরেন সাঁওতাল, বৌদ্ধ, খৃষ্টান ও সনাতন ধর্মালম্বীদের উন্নয়ন, সমাজ সেবা, ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ফলে উপজেলা জুড়ে এসব সম্প্রদায়ের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজ্বস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে। এছাড়াও উপজেলার মধ্যাঞ্চল থেকে তিনিই একমাত্র মনোনয়ন প্রত্যাশী। ফলে অন্যান্য সবকিছু তার অনুকুলে রয়েছে।
ইতমধ্যে প্রচার-প্রচারণা ও উঠান বৈঠকে তিনি জনসাধারণের কাছে অঙ্গীকার প্রকাশ করে বলেন, বিজয়ী হলে স্থানীয় সাংসদের সহযোগিতায় তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে উপজেলার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন। এই জন্য সকলের কাছে তিনি দোয়া, সমর্থন ও সহযোগীতা প্রত্যাশা করেছেন। এদিকে সাঁওতাল,সনাতন এবং খৃষ্টান ধর্মালম্বী নেতা ও কর্মী-সমর্থক বিশেষ করে তরুণ প্রজন্মের আকুন্ঠ সমর্থন হুরেনকে বিজয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে।
জানা গেছে, গোদাগাড়ী উপজেলায় ভোটার প্রায় ২ লাখ ৩৫ হাজার। এর মধ্যে সাঁওতাল, সনাতন,খৃষ্টান ও বৌদ্ধ ধর্মালম্বী ভোটার প্রায় ৬৭ হাজার। হুরেন প্রার্থী হলে এসব ভোট তার পক্ষে যাবে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
এবিষয়ে হুরেন মুর্মু বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদন্দীতা করবেন। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে শিক্ষা বিস্তার, মাদক প্রতিরোধ, শতভাগ স্যানিটেন, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে গোদাগাড়ীকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha