আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১১:৪৮ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৩:২৭ পি.এম
বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে ২৬ লাখ টাকার সামগ্রী বিতরণ
ফরিদপুরের বোয়ালমারীতে রাগিব দেওয়ান দারিদ্র কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে কানাডিয়ান সংস্থা Sleeping Children Around The World কতৃক ৩৫০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে ২৬ লাখ টাকার মালামাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার রাগিব দেওয়ান দারিদ্র কল্যান ফাউন্ডেশনের মাঠ প্রঙ্গণে বেলা সাড়ে এগারোটায় বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে ২৬টা আইটেমের সামগ্রী বিতরণ করেন।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, একটি কম্পিলিট বেড শীট, কম্বল, মশারী, শীতের সুয়েটার, ওয়াটারপ্রুপ্ট কোট, কান টুপি, শীতের ফুল প্যান্ট, দু'টি কোয়াটার প্যান্ট, গেঞ্জি, দু'টি লাইফবয় সাবান, একটি ভ্যাজলিন, একজোড়া পঞ্চ স্যান্ডেল, কলম, ৫টি পেনন্সিল, পেনন্সিল কাটার, দু'টি বক্স, পানির বোতল, স্কুল ব্যাগ, তোয়ালে, ইত্যাদী।
মালামাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, কানাডিয়ান সংস্থা Sleeping Children Around The World এর নির্বাহী পরিচালক লিন্জা, ও তার ৭ সহকর্মী। অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন রাগিব দেওয়ান দারিদ্র কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শামসুজ্জামান আকবর, অত্র প্রতিষ্ঠানের পরিচালক মেজর আব্দুল্লাহ আল ইমরান, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha