কুষ্টিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় শিট পরিবর্তন করার অভিযোগে সুমন (২৭) নামে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া শিটের নির্ধারিত অংশ পূরণ না করার কারণে পাঁচ জনকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালের দিকে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এণ্ড কলেজে পরীক্ষা চলাকালীন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মহসীন উদ্দীন এ সাজা দেন। রায় ঘোষণার পর অভিযুক্তকে জেলা কারাগারে পাঠানো হয়।সাজাপ্রাপ্ত সুমন মিরপুর উপজেলার রামনগর রফিকুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সারাদেশের মত কুষ্টিয়াতেও দ্বিতীয় ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল কেন্দ্রে ৬৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩৮ জন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা দেওয়ার সময় অভিযুক্ত যুবক ওএমআর শিট পরিবর্তন করেন।
বিষয়টি দায়িত্ব থাকা পরীক্ষকের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha