আজকের তারিখ : মার্চ ২৮, ২০২৫, ৫:৩৭ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ৩০, ২০২৪, ৭:৩৯ পি.এম
মধুখালীতে ব্যতিক্রম আয়োজনে শিক্ষকের বিদায় অনুষ্ঠান আয়োজন

ফরিদপুরের মধুখালীতে মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষক অসিত কুমার বিশ্বাসকে রাজকীয়ভাবে ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান আয়োজন করে বিদায় জানালেন অত্র স্কুল কর্তৃপক্ষ।
শিক্ষকতায় দীর্ঘ কর্মময় জীবন শেষ করে,অসিত কুমার বিশ্বাস তার প্রিয় প্রতিষ্ঠান মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের সকল ছাত্র-ছাত্রী শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির কাছ থেকে,আজ ২৯জানুয়ারি সোমবার বিদায় গ্রহণ করেন।
তার এই বিদায় দিনটি স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দুপুর দুইটার সময় স্কুল প্রাঙ্গণে শত শত শিক্ষার্থীরা দুই লাইনে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি দিয়ে ও ফুল ছিটিয়ে প্রিয় শিক্ষকে বিদায় জানায়। ফুলের তোড়া ও ফুলের মালা পরিয়ে ভালোবাসায় সিক্ত করা হয়েছে।
এছাড়া একটি প্রাইভেট কার, হরেক রকম ফুল দিয়ে সাজিয়ে সেটিতে বসিয়ে এবং ১০-১৫ টি মোটরসাইকেল নিয়ে, মটর শোভা যাত্রার মধ্য দিয়ে বিদায়ী শিক্ষক অসিত কুমার বিশ্বাসকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এছাড়া সকাল ১১ টার সময় স্কুল হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সেখানে প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, অশ্রুশিক্ত চোখে বক্তব্য রাখেন, মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হাজী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম মৃধা।অসিত কুমার বিশ্বাস এর দীর্ঘ কর্মময় জিবনের ইতিহাস তুলে ধরে আলোচনা করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মৃধা, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সরজিৎ চক্রবর্তী,গভর্নিং বডির কো-অপ্ট সদস্য কামাল মাহমুদ লেলিন, দাতা সদস্য আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক কৃষ্ণচন্দ্র কুন্ডু। বিদায় বেলায় প্রিয় শিক্ষককে শুভেচ্ছা উপহার দেয় ছাত্র ছাত্রী ও সকল সহকর্মী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha