কুষ্টিয়ার দৌলতপুরে তীব্র শীতে জবুথুবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। মাঘের হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে উপজেলার সব ধরণের জনগোষ্ঠী। প্রচন্ড শীতের মধ্যে ছিন্নমুল, অসহায়, দরিদ্র মানুষেরা শীত নিবারণে সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাচ্ছে।
এ বিষয়টি অনুধাবন করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ শীতার্ত এসব মানুষের কাছে ছুটে গিয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন।
গতকাল বিকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম এলাকায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষকে শীতবস্ত্র তুলে দেন তিনি। এছাড়া গত কয়েকদিনে ইউএনও মো. ওবায়দুল্লাহ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী, রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া হাসানপুর, বোয়ালিয়া ইউনিয়নের সরিশাডুলি আশ্রায়ন কেন্দ্রে আশ্রয় নেয়া ছিন্নমুল অসহায় মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিয়েছেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান তার সঙ্গে ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha