আজকের তারিখ : এপ্রিল ১০, ২০২৫, ৯:০১ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ২৩, ২০২৪, ৪:২৬ পি.এম
ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকউজ্জামান মিয়ার সভাপতিত্বে ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা মাঠে আজ মঙ্গলবার বেলা বারোটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠানের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, সালথা উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, গট্রি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাভলু, সালথা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল মাহমুদ, আওয়ামী লীগ নেতা কাজী আশরাফুল ইসলাম, মোঃ খোরশেদ আলম সহ সালথা উপজেলার ৮ টি ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ।
এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া উপস্থিত নেতৃবৃন্দ পরস্পরের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে নির্বাচিত সংসদ সদস্যের কাছে পরবর্তী সালথা উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জোর দাবি করবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha