আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৪:৩১ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ২২, ২০২৪, ৬:১৭ পি.এম
আমতলীতে তরমুজ চাষে ব্যস্ত নারী পুরুষ শ্রমিকরা

বরগুনার আমতলী উপজেলার তরমুজ চাষীরা ব্যস্ত সময় পার করছেন। চাষী পরিবারের নারী পুরুষ সকলে কাজে নেমে পড়েছেন তরমুজ আবাদে।
আমতলী কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া, হলদিয়া, সদর ইউনিয়ন, চাওড়া, কুকুয়া ও গুলিশাখালী ইউনিয়নে এবছর ৫ হাজার ৩ শত ৪৫ হেক্টর জমিতে তরমুজ চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কৃষকেরা মাঠে কাজ করছেন। মাঠের পর মাঠ চাষাবাদ করে তরমুজ বীজ বপনের জন্য গর্ত তৈরি করছেন কেহ গাছের চারা রোপন করছেন । এ কাজ করতে ঘরের নারীরা বসে নেই। তারাও পুরুষের পাশাপাশি কাজ করছে।
উপজেলার কুকুয়া গ্রামের ইউছুফ প্যাদা বলেন, এ বছর ১৬ একর জমিতে তরমুজ চাষ করতেছি।সাহেব বাড়ী এলাকার বাহদুর মৃধা বলেন, ৯ একর জমিতে তরমুজ চাষ করতেছি।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা বলেন সুপারভাইজারগন নিয়মিত চাষীদের খোজ খবর নিচ্ছেন। যে কোন সমস্যায় আমতলী কৃষি অফিস কৃষকদের পাশে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha