ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রামে অবস্থিত মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারী শনিবার সকাল ১০টায় মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে, আদর্শ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হাজী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম মৃধার সভাপতিত্বে দুদিন ব্যপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মশাল জ্বালিয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কো-অপ্ট সদস্য কামাল মাহমুদ লেলিন, প্রতিষ্ঠান প্রধান (ভারপ্রাপ্ত) সরজিৎ চক্রবর্তী ,সাবেক প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও সিনিয়র সহকারী শিক্ষক কৃষ্ণ চন্দ্র কুন্ডু ও অর্পূ কুমার সাহা,হাজেরা খাতুনসহ প্রমুখ।
এ সময় গভর্নিং বডির সদস্য,অভিভাবক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha