নাট্যকার ও নির্মাতা ফিরোজ আহম্মেদ শিমুল সরকারকে (৪৫) লোহার রড়, চা পাতি ও চাইনিজ কুড়াল দিয়ে পিটিয়ে-কুপিয়ে জখম করার অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলার খায়ের হাট গ্রামের রিংকু হোসেন নামে একজনকে গেপ্তার করেছে পুলিশ। গত বৃহসপতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, গত ৭ জানুয়ারি আনুমানিক রাত সোয়া ৮টায় বাঘা উপজেলায় তার নিজ গ্রামে সশস্ত্র সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাঁকে অতর্কিত আক্রমন করে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে জখম করে।
এ ঘটনায় আহতের ছোট ভাই ফরহাদ হোসেন পরেরদিন বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে বাঘা থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে লালপুর উপজেলার দুড়দুড়ি গ্রামের শাহিনুর রহমান, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ অজ্ঞাত আরো ৫/৬ জন।
আহত ফিরোজ আহম্মেদ শিমুল সরকার ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সদস্য, নাটা নির্মাতা, নাট্যকার, প্রযোজক, সাংবাদিক ও অভিনেতা। সে উপজেলার শাহ্দৌলা সরকারি কলেজের অধ্যাপক (অবসরপ্রাপ্ত), সরেরহাট গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার(১২-০১-২০২৪) ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সভাপতি অনন্ত হিরা ও সাধারন সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর এরযৌথ স্বাক্ষরে দেওয়া বিবৃতিতে, আসামিদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি করেছেন। বিবৃতিতে বলেছেন, একজন সংস্কৃতি কর্মীর উপরে আঘাত মানে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা বলেই আমরা মনে করি।
মামলার তদন্তকারি অফিসার সহকারি পরিদর্শক(এসআই)শাহ্নেয়াজ বলেন, ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha