আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৩:৪৬ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ২, ২০২৪, ৫:৩৮ পি.এম
হাতিয়ায় দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নৌ-বাহিনী মোতায়ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-৬ আসনে হাতিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী মোতায়ন করেছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ২ টার সময় নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার এম. জাররার হোসেন খান এর নেতৃত্বে প্রায় ১০০ সদস্য'র একটি টহল টীম দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটে এসে পৌঁছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূলীয় সংসদীয় আসন- দ্বীপ উপজেলা হাতিয়া, সন্দ্বীপ সহ কয়েকটি এলাকায় নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহলে নামবে এ বাহিনী । এসব এলাকায় নৌবাহিনী তাদের টহল কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সঙ্গে সমন্বয় সাধন করবে।
জানা যায় আগামীকাল বুধবার ৩ জানুয়ারি সকাল থেকে টহলে নামবে নৌবাহিনীর এ টীম। দায়িত্বপ্রাপ্ত এ এলাকাসমূহে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha