আজকের তারিখ : জানুয়ারী ১৮, ২০২৫, ৪:২০ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ১, ২০২৪, ৭:৪৮ পি.এম
বালিয়াকান্দিতে নৌকা প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের পক্ষে নির্বাচনী প্রচারনের অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি সোমবার সন্ধ্যায় পাইককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা ও সদর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আকরাম হোসেন খানের উপস্থাপনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ।
এ সময় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হেমায়েৎ হোসেন খান, যুবলীগ নেতা ইমরান বিশ্বাস, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সাহিদা বেগম।
বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম কে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha