আজকের তারিখ : নভেম্বর ২৯, ২০২৪, ৪:৪৫ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৩০, ২০২৩, ১০:৩৯ পি.এম
মাগুরায় সংসদ নির্বাচন উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের ভোট কেন্দ্রে করণীয় প্রশিক্ষণ
মাগুরায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা সদর উপজেলার পৌরসভার ৯ ওয়ার্ড, ইউনিয়ন হাজীপুর, হাজরাপুর, আঠারোখাদা, মঘী, রাঘবদাইড়, কছুন্দী, বগিয়া, শত্রুজিৎপুর, কুচিয়ামোড়া, জগদল, বেরইল পলিতা, গোপালগ্রাম ইউনিয়নের দলনেতা-দলনেত্রী, আনসার কোম্পানি/প্লাটুন কমান্ডার পিসি-এপিসি এবং আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের বাছাই কার্যক্রম ও ভোট কেন্দ্রে করণীয় প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ৩০ ডিসেম্বর সকাল ১০ টার সময় হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মাগুরা জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ঐতিহাসিক নোমানী ময়দান মাঠ প্রাঙ্গণে মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বাছাই কার্যক্রম ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আনসার ও ভিডিপি বাছাই কার্যক্রম ও প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম, সহকারী জেলা কমান্ড্যান্ট এইচ এম বেলাল, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, টিআই ষষ্ঠী রাণী মজুমদার, মনিটরিং মাঠকর্মী আব্দুর রহমান।
অনুষ্ঠানে মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম বলেন, প্রত্যেক কেন্দ্রে প্রশিক্ষণ প্রাপ্ত শর্টগান অস্ত্রধারী ২ জন পিসি ও এপিসি, ৬ জন প্রশিক্ষণ প্রাপ্ত ভিডিপি পুরুষ আনসার সদস্য এবং ৪ জন প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা আনসার সদস্য নির্বাচন কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। কোন কেন্দ্রে জাল ভোট আনসার ভিডিপি সদস্যরা শনাক্ত করতে পারলে সেই কেন্দ্রের ভোট তাৎক্ষণিক বন্ধ করা হবে। এছাড়াও প্রত্যেক দায়িত্বরত সদস্য ও সদস্যাদের শুকনা খাবারের জন্য ভাতা প্রদান করা হবে।
তিনি আরও জানান, আমি বিশ্বাস করি প্রতি কেন্দ্রে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা সঠিক ভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে। তিনি আনসার ভিডিপি সদস্যদের বলেন কেন্দ্রে রিটার্নিং অফিসার কর্তৃক পরিচয় পত্র প্রিন্ট পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পর্যবেক্ষণের জন্য ১০ মিনিট সময়ের জন্য সহোযোগিতা এবং বিদেশি পর্যবেক্ষক ও মানবাধিকার কর্মীদের পর্যবেক্ষণের সহযোগিতা করবে। কেন্দ্রে কোন গোলযোগ, অনিয়ম হলে তাৎক্ষণিক মাগুরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের ইমারজেন্সি মোবাইল ফোন নম্বরে ফোন করে বার্তা জানাবে দায়িত্বরত পিসি ও এপিসিগণ। এছাড়াও প্রত্যেক পুরুষ ও নারী আনসার ভিডিপি সদস্যগণ পোশাক, শাড়ি, জুতা, ক্যাপ, বাঁশি, লাঠি ইত্যাদি নিয়ে কেন্দ্রে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha