কুষ্টিয়ায় পৌঁছেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। গতকাল রাত ৯টার দিকে নির্বাচনী সরঞ্জামগুলো কুষ্টিয়ায় পৌঁছায়। দূরত্ব ও দুর্গম বিবেচনায় প্রথম ধাপে ১৩ জেলার ব্যালট পেপার পাঠানো হয়েছে।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসারীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. এহেতেশাম রেজা বলেন, জেলার ৫৭৮ টি ভোটকেন্দ্রের জন্য ব্যালট পেপারসহ সব নির্বাচনী সরঞ্জাম জেলা প্রশাসন কার্যালয়ে পৌঁছেছে।
যথাযথ নির্দেশনা মেনে ট্রেজারিতে তা সংরক্ষণ করা হয়েছে। ভোটের চার থেকে পাঁচ দিন আগে স্ব স্ব উপজেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। ভোটের দিন যথাযথ নিরাপত্তার মাধ্যমে সবকটি কেন্দ্রে তা পাঠানো হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫