আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৮:৩০ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৭, ২০২৩, ৪:৩৫ পি.এম
কালুখালীর বাজারে নতুন পেয়াজঃ ভোক্তাদের স্বস্থির নি:শ্বাস
রাজবাড়ী কালখালী উপজেলার হাট বাজারগুলোতে নতুন পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। এরই মধ্যদিয়ে বাজারে পেঁয়াজের দামও কমে এসেছে। ফলে স্বস্থির নি:শ্বাস ফেলছে ভোক্তারা।
কালুখালী রাজবাড়ী জেলার সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা। প্রতিবছর উপজেলায় উৎপাদিত পেয়াজ স্থানীয় চাহিদা মিটানোর পর দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়। গুণ ও মানে ভালো হওয়ায় বরিশাল, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নরসিংদী ও ঢাকার বিভিন্ন এখানকার পেঁয়াজের চাহিদা আছে। কালুখালী কৃষকেরা নতুন পেয়াজ তুলায় এ বছরও দেশের বিভিন্ন এলাকায় কালুখালীর পেয়াজ রপ্তানি শুরু হয়েছে।
কালুখালীর রতনদিয়া, সোনাপুর ও মৃগী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে নতুন পেয়াজ ওঠায় বাজারে পেঁয়াজের দাম কমে ২৭ শ থেকে ৩ হাজার টাকা মন দড়ে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এক মন পেঁয়াজের দাম ছিলো ৩৮ শ থেকে ৪ হাজার টাকা।
কালুখালীর পেয়াজ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় চাহিদা পূরণের পর প্রতিদিন কালুখালী থেকে ৬০ মে: টন পেয়াজ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার জানায়, প্রণোদনা কর্মসূচির সুবিধা দেওয়ায় এবছর কালুখালীর কৃষকেরা পেয়াজ চাষে বাম্পার ফলন পেয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha