আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৩:৪৬ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৬, ২০২৩, ৮:৩৩ পি.এম
ফরিদপুরে আচরণবিধি ভঙ্গ করে দেওয়ালে পোস্টার লাগানোর অপরাধে দুইকর্মীকে জরিমানা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে আচরণবিধি ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীক মার্কার দেওয়ালে পোস্টার লাগানোর অপরাধে দুই কর্মীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে কানাইপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের এ জরিমানা করেন।
দেওয়ালে পোস্টার লাগানো ব্যক্তিরা হলো কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে ওমর ফারুক (২৫) ও বিকাশ চন্দ্র ঘোষের ছেলে লিংকন ঘোষ (২১)। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ গণমাধ্যমেক এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, দেওয়ালে পোস্টার লাগানোর সময় তাদের হাতে নাতে আটক করেছে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ রেজওয়ান-উল-ইসলাম। পরে আমাকে ফোন করে অবগত করেন।
ঘটনাস্থলে এসে সত্যতা নিশ্চিত করি।
তাদের দুইজনকে দেওয়ালে পোস্টার লাগানোয় আচরণবিধি লঙ্ঘন করায় দেওয়ালে পোস্টার লাগানো অপরাধ আইনের ৭-১ এর (ক) ধারায় দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার এর নির্দেশ মোতাবেক প্রার্থীদের নিজ দায়িত্বে আচরণবিধি লঙ্ঘন করে যেসব পোস্টার লাগানো হয়েছে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha