আজকের তারিখ : মার্চ ১৯, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৩, ২০২৩, ৪:৩১ পি.এম
ফরিদপুর জেলা যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী শামীম হকের নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে আজ শনিবার বেলা বারোটায় ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কের আওয়ামী লীগের কার্যালয়ে উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর সদর ৩ আসনে নৌকা প্রার্থী শামীম হক। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে এম খায়রুদ্দিন বিরাজ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ সুলতান খান রাহাত। কোতোয়ালি থানা যুবলীগের যুগ্ম সম্পাদক মেহেদী আলম বিশ্বাস, জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান হিমেল, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুর রহমান শুভ, জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সভা পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম তালুকদার।
সভায় নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ। আর তাই আগামী সাত জনুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক কে বিজয়ী করতে হবে ।
বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী গত ১৫ বছরে দেশে যে সমস্ত উন্নয়নমূলক কার্যক্রম করেছে তা জনগণের কাছে তুলে ধরতে হবে।
বক্তারা বলেন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু নেতৃবৃন্দ স্বতন্ত্র প্রার্থীর সাথে হাত মিলিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাদের বলছি তারা মূল ধারায় ফিরে আসুন আওয়ামী লীগের পক্ষে কাজ করেন।
বক্তারা বলেন আগামী ৭ তারিখে ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে জনগণ আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের সরকার গঠন করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারো নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এবং তার নেতৃত্বেই দেশ পরিচালিত হবে।
বক্তারা ফরিদপুর সদর ৩ আসনের এমপি পদে দলীয় প্রার্থী শামীম হককে বিপুল ভোটে নির্বাচিত করে জনগণের সেবায় কাজ করার সুযোগ দানে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha