প্রীতক বরাদ্দে প্রথম দিনেই প্রচার মাইকে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) এলাকার সরগরম হয়ে উঠে পাড়া-মহল্লা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছে এমপি পদে প্রার্থীরা।
তবে অন্যান্য এমপি প্রার্থীদের মধ্যে প্রথম দিন পোস্টার সাঁটানো ও প্রচারনার ক্ষেত্রে মধ্যে এগিয়ে ছিল আওয়ামী লীগের দলীয় প্রার্থী। বাঘা উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চোখে পড়েছে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহরিয়ার আলমের নৌকা প্রতীকের পোস্টার ও প্রচার মাইক। পোস্টার সাঁটানোসহ কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের মাঠে নেমে পড়েছেন শাহরিয়ার আলম ।
রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আসনে এবার এমপি পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ থেকে ৩ বারের নির্বাচিত এমপি ও বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্রিয়ার আলম। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন- সাবেক সংসদ সদস্য, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক রায়হান (কাঁচি), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র রাজশাহী জেলা কমিটির সভাপতি মহসিন আলী(আম), জেলা জাতীয় পার্টির আহবায়ক শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র বাঘা উপজেলা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সামাদ(নোঙ্গর), জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ-ইনু)’ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামী(মশাল)।
জাকের পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক রিপন আলী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন দলীয় সিদ্ধান্তে তার মনোনয়নপত্র প্রত্যাহারের করে নিয়েছেন।
জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ-ইনু)’ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামী বলেন, প্রচারনার প্রথমে ভোটাদের কাছে হ্যান্ডবিল বিতরণ করা হবে। পরে পোষ্টার সাঁটানো ও প্রচার মাইক নামিয়ে প্রচারনার কাজ করব। বিএনএম’র প্রার্থী অধ্যক্ষ (অবঃ)আবদুস সামাদ বলেন, পোস্টার ছাপানোর পর পোস্টার লাগানোর কাজসহ প্রচারনার কাজ শুরু করবেন।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন রাহেনুল হক রায়হান। তিনি বলেন, যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাই প্রতীক পাওয়ার পর পোষ্টার ছাপানোর কাজ করতে দেরি হয়েছে। তবে প্রচার মাইকে প্রচারনা চলছে। জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু বলেন, দলীয় প্রতীক থাকলেও দলের সিদ্ধান্ত মেনে পোষ্টার সাঁটানো ও প্রচার প্রচারনা চালাবেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, পোস্টারের যাবতীয় কাজ সেরে রাখা হলেও প্রতীক বরাদ্দের পর পোস্টার সাঁটানো ও প্রচারণার কাজে মাইক ব্যবহার করছেন।
মাইক সার্ভিসের স্বত্তাধিকারি জাহাঙ্গীর হোসেন, রফিক ও হানিফ বলেন, ভাড়া মিটমাট না করেই প্রথম দিন নৌকার প্রার্থীর কয়েক সেট মাইক প্রচারণায় দিয়েছেন। তবে এর সংখ্যা আরও বাড়বে বলে জানান তারা। তিনি জানান, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচারণার কাজ করবেন।
পৌরসভার ছাপাখানার মালিক ইকবাল হোসেন বলেন, কাগজের দাম বৃদ্ধির কারণে পোস্টারের সংখ্যা কম পারে। প্রতীক বরাদ্দের ছাপানোর কাজ শুরু হয়। তবে কোন প্রার্থীর পোষ্টার তৈরির অর্ডার পাইনি।
নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, আচরণবিধি মেনে প্রতিদিন শুধু দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। তবে কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha